Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ফেব্রুয়ারি ২০২০

আগামী সাড়ে তিন বছরে রাজশাহীর চেহারায় পাল্টে যাবেঃ মেয়র লিটন


প্রকাশন তারিখ : 2020-02-01

রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়খানায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে বক্তব্যকালে মেয়র বলেন, রাজশাহীর সামগ্রিক উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি অনুমোদন দিলে নগরীর ব্যাপক উন্নয়ন হবে। প্রকল্প বাস্তবায়ন হলে আগামী সাড়ে তিন বছর পর পুরো রাজশাহীর চেহারায় পাল্টে যাবে।

রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী শাখার সভাপতি গোলাম সারওয়ার স্বপন। স্বাগত বক্তব্য দেন রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ আলমগীর। অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রিক পণ্যের কোম্পানির প্রতিনিধিবৃন্দ অংশ নেন।