রাজশাহী মহানগরীতে যান চলাচলে জনদূর্ভোগ দূর ও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিক্সা ও চার্জার রিক্সা সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। যে সকল অটো রিক্সা/চার্জার রিক্সার চালকগণ ইতোমধ্যে কার্ড সংগ্রহের ম্যাসেজ পেয়েছেন তাদের সংশ্লিষ্ট সকল প্রকার কার্ড সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।
রাসিকের উপ-যানবাহন শাখার এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহানগরীতে চলাচলকারী সকল অটো রিক্সা/চার্জার রিক্সা ও চালকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল গ্রাহক ইতোমধ্যে কার্ড সংগ্রহের ম্যাসেজ পেয়েছেন তাদের সংশ্লিষ্ট সকল প্রকার কার্ড দ্রুত নগরভবন হতে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। যারা আবেদন অনুমোদন হওয়া সত্ত্বেও টাকা জমা দেয়নি তারা ফেব্রুয়ারি-২০২০ এর মধ্যে টাকা জমা না দিলে তাদের আবেদন বাতিল করা হবে। বৈধ কাগজপত্র ছাড়া যে সকল রিক্সা এখনো রাস্তায় চলাচল করছে সেগুলো অভিযান পরিচালনা পূর্বক আটক করে ধ্বংস করা হবে।
উল্লেখ্য, গত ১ জানুয়ারী থেকে নির্দিষ্ট সময়ে অটোরিক্সা চলাচল সংক্রান্ত সিটি কর্পোরেশন প্রণিত নীতিমালা বাস্তবায়িত হচেছ। সে অনুযায়ী প্রতি মাসের প্রথম ১৫দিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরুন রং এবং দুপুর ২:৩০টা হতে রাত ১০:৩০ পর্যন্ত পিত্তি রং এর অটোরিক্সা চলাচল করবে। একইভাবে মাসের পরবর্তী ১৫দিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিত্তি রং এবং দুপুর ২:৩০টা হতে রাত ১০:৩০টা পর্যন্ত মেরুন রং এর অটোরিক্সা চলাচল করবে। তবে প্রতিদিন রাত ১০:৩০ হতে সকাল ৬:০০টা পর্যন্ত এবং শুক্রবার অন্যান্য সরকারী ছুটির দিনে উভয় রং এর অটোরিক্সা চলাচল করতে পারবে।