রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসুস্থ্য শহিদুল ইসলাম পিন্টুকে দেখতে যান সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার বাদ জুম্মা কাউন্সিলর পিন্টু দেখতে তার বাড়িতে যান মেয়র। এ সময় তাঁর শারিরীক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন মেয়র।
উল্লেখ্য, গত ২৮ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টুকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে এবং পরবর্তীতে ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্যে ২৯ জুন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন মেয়র খায়রুজ্জামান লিটন। ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বতর্মানে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন। কাউন্সিলর পিন্টু অসুস্থ্য হওয়ার পর থেকেই সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন মেয়র।