মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন চেঙ্গিস খান এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির শিক্ষক মো: মোখলেসুর রহমান পলাশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার এক শোক বার্তায় মরহুমদের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পবিরারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মেয়র।
এদিকে আজ বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির শিক্ষক মো: মোখলেসুর রহমান পলাশের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল জলিল, চীফ-কো অর্ডিনেটর প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম প্রমুখ। মরহুমের নামাজে জানাযা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।
অন্যদিকে দুপুর সোয়া ২টায় টিকাপাড়া ঈদগাহ মাঠে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন চেঙ্গিস খানের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযা নামাজে অংশ নেওয়ার পূর্বে মুক্তিযোদ্ধা আমজাদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র।