কোরবানীর বর্জ্য অপসারণ কাজ পরির্দশন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার বিকেল সাড়ে ৫টায় নগরীর বড়কুঠি এলাকায় পরিদর্শনে যান মেয়র।
এ সময় বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, মাননীয় মেয়রের একান্ত সচিব আলমগীর হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার প্রমুখ।
প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার বলেন, ঈদের দিন যত পশু কোরবানী হয়েছে, সেদিন রাতের মধ্যেই সে সবের বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিনে যে সকল কোরবানী হয়েছে, দ্বিতীয় ও তৃতীয় দিন রাতের মধ্যেই সে সকল বর্জ্য অপসারণ করা হয়েছে।