রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সরিৎ দত্ত গুপ্ত নগরসভাকক্ষে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু। সভায় পরিচ্ছন্ন সুপারভাইজারদের কেন্দ্রীয় দৈনন্দিন কাজের পরিকল্পনা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র বাবু বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সর্ব প্রধান দায়িত্ব নগরী পরিচ্ছন্ন রাখা। পরিচ্ছন্ন নগরীর এ গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেন এ কাজে নিয়োজিত কর্মীরা। তাঁদের এ পরিশ্রমের ফল স্বরূপ রাজশাহী আজ বায়ু দুষণ রোধে বিশ্বের সেরা নগরী। আমাদের এ অর্জন ধরে রাখতে হবে। আর এটা সম্ভব হবে আপনাদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে। তিনি বলেন, নাগরিকদের সচেতন করতে হবে রাসত্মায় নির্মাণ সামগ্রী না রাখার বিষয়ে। এজন্য আরও বেশি দায়িত্বশীল হবার পরামর্শ প্রদান করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন ও পরিচ্ছন্ন পরিদর্শক, সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।