Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০২২

শহীদ কামারুজ্জামানের সমাধিতে সিটি হাসপাতালের নবনিযুক্ত চিকিৎসক নাসরুল্লাহ দেওয়ানের শ্রদ্ধা নিবেদন


প্রকাশন তারিখ : 2022-11-18

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত রাজশাহী সিটি হাসপাতালের জরুরি বিভাগে সদ্য যোগদানকৃত মেডিকেল অফিসার ডা. মোঃ নাসরুল্লাহ দেওয়ান। শুক্রবার সকালে নগরীর কাদিরগঞ্জস্থ কবরে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরহাদ হোসেন।

শ্রদ্ধা নিবেদনকালে মোঃ দেওয়ান আফতাব হাবিব, মোঃ নবিউল্লাহ দেওয়ান, উলামা কল্যান পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।