Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুন ২০১৯

জাহানারা জামান স্মৃতি ফুটবল খেলার মাঠের উদ্বোধন করলেন মেয়র লিটন


প্রকাশন তারিখ : 2019-06-11

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিনী জাহানারা জামান স্মৃতি ফুটবল খেলার মাঠের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বিকেলে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন এ খেলার মাঠের উদ্বোধন করেন মেয়র। পরবর্তীতে এ মাঠকে মিনি স্টেডিয়ামে পরিণত করারও ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, খেলাধূলার জন্য ঊর্বর জায়গা রাজশাহী। এখান থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হয়েছে। ভালো পরিবেশ সৃষ্টি হলে আরো ভালো খেলোয়াড় তৈরি হবে। এজন্য রাজশাহীর খেলাধূলার পরিবেশ ফিরিয়ে আনতে চাই।

মেয়র আরো বলেন, যে বঙ্গবন্ধু হাইটেক পার্ক তৈরি হচ্ছে, এখানে ১৪ হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থান হবে। রাজশাহীতে বিকেএসপি‘র কাজ দ্রুতই শুরু হবে। খেলাধূলা ও কর্মসংস্থান দুইদিকেই একসাথে এগিয়ে যেতে হবে।

          রাজশাহী কিশোর ফুটবল একাডেমি আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাবেক ফুটবলার আরমান পারভেজ ধুলু। বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ শেখ আনসারুল হক খিচ্চু, সাবেক ছাত্রনেতা এ্যাড. আবু রায়হান মাসুদ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এ্যাসোসিয়েমনের ভাইস প্রেসিডেন্ট বজলুর রহমান রতন প্রমুখ।