Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মে ২০১৯

রমজান মাসে সকাল থেকে রাত ১০টা পর্যমন্ত ব্যবসা করতে পারবে ফুটপাত ও ভ্রাম্যমান ব্যবসায়ীরাঃ মেয়র লিটন


প্রকাশন তারিখ : 2019-05-07

মানবিক দিক বিবেচনায় পবিত্র রমজান মাসে ফুটপাত ও রাস্তারপাশে ব্যবসা করার অনুমতি দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। তবে জনগণের চলাচলের জায়গা রেখে দোকান বসাতে হবে।

          দুপুরে মহানগরীর ফুটপাত ও ভ্রাম্যমান ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় ফুটপাত ও ভ্রাম্যমান ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

           মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নগরীর ফুটপাত ব্যবসায়ীদের সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবসা করার অনুমতি দেয়া হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে পথচারীদের সমস্যা সৃষ্টি না করে তারা ব্যবসা করবে। দিন শেষে সকল মালামাল নিজ নিজ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে।

উল্লেখ্য, আজ মেয়র খায়রুজ্জামান লিটনের সাথে মতবিনিময় সভায় ফুটপাত ব্যবসায়ীরা রমজান মাসে সকাল থেকে ব্যবসা করার অনুমতি চান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে অনুমতি দেন মেয়র। তবে নগরীর ভূবনমোহন পার্ককে ঘিরে কেউ ব্যবসা করতে পারবে না। সকল জায়গা থেকে রাত ১০টার পর মালামাল ফুটপাত থেকে সরিয়ে নিতে হবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলামবাবু এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল ও  বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু।