Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ নভেম্বর ২০১৯

বঙ্গবন্ধু কাপ ১ম আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন


প্রকাশন তারিখ : 2019-11-06

বঙ্গবন্ধু কলেজের উদ্যোগে এবং রাজশাহী মহানগরীর বেসরকারি কলেজসমূহ এর আয়োজনে বঙ্গবন্ধু কাপ ১ম আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার বিকেলে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টটির উদ্বোধন করেন মেয়র।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, একদিন বাংলাদেশের ক্রিকেটের মতো ফুটবলেও আমাদের ছেলেরা ভালো করবে। মেয়েরা ফুটবলে অব্যহত ভাবে ভালো করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের কারণে ফুটবলে এখন ভালো অর্জন হচ্ছে।

মেয়র আরো বলেন, বিগত প্রথম মেয়াদে আমি মেয়র থাকাকালে কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট করেছিলাম। আগামী বছর থেকে এবারো সেই টুর্নামেন্ট শুরু হবে। পরপর চার বছর এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।

বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ ও টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে মহানগরীর ১২টি বেসরকারি কলেজ অংশ নিচ্ছে। কলেজগুলো হলে বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী কোর্ট কলেজ, সুজাউদ্দৌলা কলেজ, মেট্রোপলিটন কলেজ, কমেলা হক কলেজ, শাহ মামুন মাহমুদ স্কুল এ্যান্ড কলেজ, অগ্রণী স্কুল এ্যান্ড কলেজ, শাহ মখদুম কলেজ, কাশিয়াডাঙ্গা কলেজ, মহানগর কলেজ, ইসলামিয়া কলেজ ও বরেন্দ্র কলেজ।