Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ অক্টোবর ২০১৯

দুর্গোৎসবে পরিচ্ছন্নতা বজায় রাখতে ওয়ার্ড সচিব ও সুপারভাইজারদের সাথে সভা


প্রকাশন তারিখ : 2019-10-05

শারদীয় দুর্গোৎসব উপল ওয়ার্ড সচিব ও পরিচ্ছন্ন সুপারভাইজারদের পরিচ্ছন্ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাক রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপতির বক্তব্য রাখতে প্যানেল মেয়র বাবু বলেন, শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের ল সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরীর প্রতিটি মন্ডপে পূজা উদ্যাপনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাউন্সিলর, ওয়ার্ড সচিব ও পরিচ্ছন্ন কাজে নিয়োজিত সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। পূজা উপল ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে ওয়ার্ড সচিব ও পরিচ্ছন্ন সুপারভাইজারদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রদান করেন তিনি। তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের গতিশীল নেতৃত্বের কারণে রাজশাহী আজ দেশের মধ্যে মডেল সিটিতে পরিণত হয়েছে। আর এ অর্জন মহানগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের। আমাদের এ অর্জনকে ধরে রাখতে হবে। পূজার ছুটিতে এ নগরীতে আসা আগন্তুক যেন পরিচ্ছন্ন নগরীর পরিবেশ উপভোগ করতে পারে; সেজন্য সকলকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন তিনি।

সভায় রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক, সংরত ২নং ওয়ার্ড কাউন্সিলর মোসাঃ আয়েশা খাতুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা অনন্য ইসলাম নির্ঝর, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং তাসনিম আরা। সভায় রাসিকের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সচিব ও সুপারভাইজারবৃন্দ উপস্থিত ছিলেন।