রাজশাহী সিটি কর্পোরেশনের নাগরিক সেবা কার্যক্রম গতিশীলকরণ এবং সকল কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের ওয়াকিটকি সেট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে ৩০টি ওয়াকিটকি সেট বিতরণ করেন সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন রিটু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।