Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মে ২০১৯

রাসিক মেয়র লিটনের অনুরোধে বনলতা এক্সপ্রেস ট্রেনের খাবার বাধ্যতামূলক সিদ্ধান্ত বাতিল হচ্ছে


প্রকাশন তারিখ : 2019-05-07

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের অনুরোধে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের খাবার বাধ্যতামূলক সিদ্ধান্ত বাতিল হচ্ছে। দ্রুতই এই সিদ্ধান্ত ঘোষণা করবে রেল মন্ত্রণালয়।

বেলা ১১ টা ৪০ মিনিটে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফোন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় মন্ত্রী ট্রেনের খাবারের বিষয়ে মতামত চাইলে খাবার বাধ্যতামূলক সিদ্ধান্ত বাতিলের পক্ষে মত দেন এবং বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান মেয়র খায়রুজ্জামান লিটন। মেয়র খায়রুজ্জামান লিটনের অনুরোধে খাবার বাধ্যতামূলক সিদ্ধান্ত বাতিলে মেয়রকে আশ্বস্থ করেন মন্ত্রী।

এ ব্যাপারে সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, খাবারের বিষয়টি নিয়ে মন্ত্রী মহোদয় আমাকে ফোন করেছিলেন। আমি রাজশাহীবাসীসহ সকল যাত্রীদের প্রত্যাশা ও সুবিধার কথা বিবেচনা করে ট্রেনে খাবার বাধ্যতামূলক সিদ্ধান্ত বাতিল করে ঐচ্ছিক করার পক্ষে মত দিয়েছি। মন্ত্রী মহোদয় বাতিলে সম্মত হয়েছেন।

মেয়র আরো বলেন, ট্রেনের যাত্রীরা ইচ্ছে হলে খাবার কিনে খাবেন, ইচ্ছে না হলে খাবেন না। এটি তাদের ব্যক্তিগত ব্যাপার। দ্রুত ট্রেনে খাবার বাধ্যতামূলক সিদ্ধান্ত বাতিল হবে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বনলতা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন চালুকরণ ছিল রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম একটি প্রতিশ্রুতি। ট্রেন চালুর মাধ্যমে মেয়র খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রতিশ্রুতি নির্বাচন পরবর্তী ছয় মাসের মধ্যেই পূর্ণতা পেয়েছে।