রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবহন শাখায় যুক্ত হলো নতুন ৫টি হাইড্রোলিক ডাম্প ট্রাক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) থেকে অনুদান হিসেবে এই ৫টি ট্রাক দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনকে ট্রাকগুলো বুঝিয়ে দেয়া হয়েছে।
আজ দুপুর আড়াইটায় ট্রাক ৫টি দেখতে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এই ট্রাকগুলো সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে সহায়ক হবে বলে মনে করেন মেয়র।
উল্লেখ্য, ১০ চাকার এই ট্রাকগুলো ১৪ দশমিক ৫ টন ওজনের মালামাল বহন করতে সক্ষম।