মহানগরীর রাণীবাজার নিবাসী বীর মুক্তিযোদ্ধা অসুস্থ্য জালাল উদ্দিন এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বেসরকারি টেলিভিশন চ্যালেন নিউজ-২৪ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ব্যুরো প্রধান অসুস্থ্য কাজী শাহেদকে দেখতে গেলেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রাত আটটায় তাদের দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান মেয়র।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক কাজী শাহেদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিন-৪ এ চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে প্রথমে তাকে দেখতে যান সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় তার শারিরীক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেন।
এ সময় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, রাজশাহী জেলা দাবা সমিতির সাধারণ সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এরপর হাসপাতালের ভিআইপি কেবিন-৪ মুক্তিযোদ্ধা অসুস্থ্য জালাল উদ্দিনকে দেখতে যান মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি খায়রম্নজ্জামান লিটন। এ সময় মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের শারিরীক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং আশু সুস্থ্যতা কামনা করেন তিনি।