রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবারে এই অভিযানে ১০টি মামলায় ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, নগর ভবন থেকে ফুটপাত ও সড়কে অবৈধ স্থাপনা বিরোধী এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর শহীদ কামারুজ্জামান চত্বর হয়ে নওদাপাড়া হয়ে শালবাগান হয়ে উপশহর নিউ মাকের্ট হয়ে উত্তরা ক্লিনিক, বর্ণালী গ্রেটার রোড পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে।