Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ এপ্রিল ২০১৯

৪ নং ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2019-04-13

রাজশাহী সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ৪নং ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড পর্যায়ে নিয়োজিত সকল কর্মচারীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় নগরীর পরিচ্ছন্ন পরিবেশের আরও উন্নয়ন, গৃহীত পরিকল্পনা বাস্তবায়নসহ রাসিকের সকল কার্যক্রমে গতিশীলতা আনয়নে ওয়ার্ড পর্যায়ে নিয়োজিত কর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু।

 সভায় জানানো হয়, ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে এ সভা আয়োজন করা হচ্ছে। যা পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে পরিচালিত হবে।

৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ও পরিচ্ছন্নতা কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ আলী প্রমুখ।