Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ফেব্রুয়ারি ২০১৯

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ যথাযথভাবে উদযাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন


প্রকাশন তারিখ : 2019-02-21

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ যথাযথভাবে উদযাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সরকারী কর্মসূচির আলোকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ যথাযথ মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত্রী ১২.০১ মি: ভূবন মোহন পার্ক শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীর অংশগ্রহণকারী ভুবন মোহন পার্কের শহীদ মিনারের নামফলকে স্থাপিত ৬৪ জন ভাষা সৈনিক- গোলাম রহমান, হাবিবুর রহমান, মোহম্মদ সুলতান, গোলাম তোয়াব, একরামুল হক, আবুল কাশেম চৌধুরী, আতাউর রহমান, আব্দুল  লতিফ, এ্যাডভোকেট মাদার বখশ, এ্যাডভোকেট মজিবুর রহমান মিঞা, ক্যাপ্টেন শামসুল হক, ইসাহাক আলী, আব্দুস সাত্তার মাস্টার, মোঃ আলাউদ্দিন, গোলাম আরিফ টিপু, হাবিবুর রহমান, আবুল কালাম চৌধুরী, মহসীন প্রামাণিক, আনসারী আলী, আব্দুর রহমান, এএনএম ওহিদুল হক দুলু, আববাস আলী, সাঈদ উদ্দিন আহমেদ, মমতাজ উদ্দিন আহমদ, মইন উদ্দীন আহম্মদ বোনা, আবুল হোসেন, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক খান চৌধুরী, জাহানারা বেগম বেনু, ইয়াসিন আলী, আবুল হোসেন, আমির হোসেন স্পেন, জামাল উদ্দিন আহম্মদ, কামাল উদ্দিন আহম্মদ, মাসুদুল হক, লুৎফর রহমান মল্লিক ডলার, আহম্মদুল্লাহ চৌধুরী, আনোয়ারুল আযীম, আব্দুল হামিদ, আব্দুল হালিম, একেএম মুসা, মোশাররফ হোসেন, ওয়াজেদ আলী, খায়রুল আনাম গানু, শমসের আলী, এসএমএ আব্দুল গাফফার, শফিউল আলম, মেসবাউল হক বাচ্চু, আব্দুল বারী চৌধুরী, মহাসিনা বেগম, জেরিনা বেগম, কুলসুম বেগম, আবু সাইদ, মাসুদুল হক ডলু, এনামুল হক, মনোয়ারা বেগম, হাফিজা বেগম টুকু, হাসিনা বেগম ডলি, রওশন আরা খুকু, নাজমুল হক, আব্দুর রাজ্জাক, মহিউদ্দিন আহম্মেদ, মোশাররফ হোসেন আখুঞ্জী, গোলাম রাববানীসহ সকল ভাষা সৈনিকদের ভাষা আন্দোলনে অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনা সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। মহানগরীর সড়ক দ্বীপসমূহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহ বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করণ করা হয়, বাদ জোহর জাতির শামিত্ম অগ্রগতি ও ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে সোনাদিঘী জামে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। বিকালে নগরভবনে বঙ্গবন্ধু কর্ণার চত্ত্বরে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।