রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগর ভবনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দপ্তর কক্ষ শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ০৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও কশাইখানা নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেয়া হয়।
এ সময় প্যানেল মেয়র-১ ও কমিটির সদস্য এবং ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু, কমিটির সদস্য ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আকতারুজ্জামান, কমিটির সদস্য ও ০৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মুসলিমা বেগম বেলী, কমিটির সদস্য ও ০৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ শিরিন আরা খাতুন, কমিটির সদস্য ও ০৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ উম্মে সালমা, কমিটির সদস্য সচিব ও রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফএএম আঞ্জুমান আরা বেগম, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন উপস্থিত ছিলেন।