রাজশাহী মহানগরীকে পরিচ্ছন্ন রাখতে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ডাস্টবিন বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সকালে নগরভবনে বৃহত্তর লক্ষ্মীপুর বাজার দোকান মালিক ও লক্ষ্মীপুর ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মাঝে প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন বিভিন্ন ব্যবসায়ীদের হাতে এ ডাস্টবিন তুলে দেন।
পলিথিন বর্জন করম্নন, পলিথিনকে না বলুন শীর্ষক শ্লোগানে প্রতিদিনের ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলুন, সবুজ পরিচ্ছন্ন মহানগর গড়তে সহায়তা করম্নন এ আহবানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন গত ৮ ও ১০ নভেম্বর মহানগরীর আরডিএ মার্কেট সম্মুখে ও লক্ষ্মীপুর মোড়ে প্রতিকী ডাস্টবিন বিতরণ করে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর হতে রাজশাহী সিটি কর্পোরেশন পর্যায়ক্রমে মহানগরীর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ডাস্টবিন বিতরণ অব্যাহত রেখেছে। গত ২২ নভেম্বর শালবাগান বাগান বাজার ব্যবসায়ী সমিতি, মণিবাজার বণিক সমিতি, রাজশাহী পাদুকা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি, রাজশাহী মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি, তালাইমারী বাজার ব্যবসায়ী সমিতির ডাস্টবিন বিতরণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন এ পর্যমত্ম বিভিন্ন ব্যবসায়ী সমিতিকে সর্বমোট ১৬৩৬টি ডাস্টবিন বিতরণ করা হয়।
ডাস্টবিন বিতরণকালে রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।