বাংলা নববর্ষ-১৪২৬ উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বাণীতে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘বর্ষ পরিক্রমায় আবহমান বাংলার আঙ্গিনায় বঙ্গাব্দ ১৪২৫ শেষে এসেছে ১৪২৬। কালের পরিবর্তন আমাদের রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তি জীবন প্রবাহে গতি এনে দেয়। ফলে জীবনের সঙ্গে সংশিস্নষ্ট সবকিছুতে দেখা যায় বৈচিত্র্য আয়োজন। এ বৈচিত্র্যময় আবরণকে যুগোপযোগী ও ইতিবাচক বলয়ে নিয়ে আসার জন্য চাই সৃজনশীল পরিকল্পনা। সে লক্ষ্যে মহানগরীর শিক্ষা, গবেষণা, ঐতিহ্য সংরক্ষণ, পর্যটন উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সার্বিক আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের প্রচেষ্টা হবে আমাদের নতুন অব্দের অঙ্গীকার। এ সকল কর্মকা- বাস্তবায়নে মহানগরবাসীর সহযোগিতা কামনা করে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা।