Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ফেব্রুয়ারি ২০১৯

বকেয়া পৌরকর আদায়ে রাজশাহী সিটি কর্পোরেশনের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার ৯,২১,২০, ১১,১২ ও ৬নং ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালিত


প্রকাশন তারিখ : 2019-02-04

বকেয়া পৌরকর আদায়ে রাজশাহী সিটি কর্পোরেশনের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার ৯,২১,২০, ১১,১২ ও ৬নং ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালিত হয়েছে। রাসিকের রাজস্ব বিভাগ হতে প্রাপ্ত তথ্য মোতাবেক ৯নং ওয়ার্ড হতে ৫৮ হাজার ৫১০ টাকা, ২১নং ওয়ার্ড হতে ৮২ হাজার ১০৮ টাকা ১৪ পয়সা, ২০নং ওয়ার্ড হতে ৮৭ হাজার ৬৭২ টাকা ৭৬ পয়সা, ১১নং ওয়ার্ড হতে ১ লাখ ১০ হাজার ২৫৪ টাকা, ১২নং ওয়ার্ড হতে ১ লাখ ৪২ হাজার ৬২৫ টাকা ৫০  পয়সা এবং ৬নং ওয়ার্ড হতে ৬১ হাজার ৪৫৩ টাকা ১২ পয়সা আদায় হয়েছে। এছাড়াও লাইসেন্সের অস্থায়ী ক্যাম্প হতে ৫০টি লাইসেন্স বাবদ ১ লাখ ৩৭ হাজার ৫২০ টাকা আদায় হয়েছে।

যে সব হোল্ডিং মালিকগণ পৌরকর পরিশোধ করেননি তাঁদের সাথে যোগাযোগ করে বকেয়া পৌরকর আদায় এবং সকল নাগরিকগণকে পৌরকর পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প পরিচালনা অব্যাহত রেখেছে।