এসএমই উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম, ঐক্য সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্তরের অন্তস্থল থেকে স্যালুট জানায়, কারণ তিনি ১৯৯৬ সালে ক্ষমতায় এসেই মনে করেছেন, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী, এই নারীদের যদি সচল না করি বাংলাদেশ এগোবে না। এই ধারণা থেকেই তিনি আজকে নারীবান্ধব প্রধানমন্ত্রী, তিনি নারীর ক্ষমতায়নে সারাবিশ্বের একজন আইকন এবং নারীর ক্ষমতায়নে অনেকবার পুরস্কৃত হয়েছেন। নারীদের উন্নয়ন হচ্ছে, আজকে নারীর জয় মানে সবার জয়, এটি বাস্তবে সত্যিকথা। আমি আবারো স্যালুট জানায় মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি অন্তরের ভালোবাসা দিয়ে কামনা করি, প্রধানমন্ত্রীর দীর্ঘজীবন লাভ করুন এবং তিনি নারীদের উন্নয়নে কাজ করে যান।
আজ মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ঐক্য, উন্নয়নের জন্য এসএমই’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি আরো বলেন, এসএমই বর্তমানে একটি শক্তিশালী খাত। ৯০ লক্ষাধিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এই খাতে সম্পৃক্ত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলেছি দুর্বার গতিতে। অচিরেই আমরা একটি উন্নত দেশে পরিণত হতে পারবো।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ৯০ লক্ষ মানুষ যখন এই খাতের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এতে আমি অত্যন্ত আশাবাদী। এসব পণ্য বাজারজাতকরণে কিছু সমস্যা রয়েছে। নানা রকম পণ্য বাজারজাত করা, আরো বেশি সংখ্যক লোককে এই খাতের মধ্যে নিয়ে আসা, দেশে ও দেশের বাইরে নানার রকম সুযোগ সৃষ্টি করা- আমার মনে হয় ঐক্য এই কাজটি করতে পারবে।
অনুষ্ঠানে ঐক্য স্টোর, ঐক্য হেলথ, ঐক্য বলয় ও ঐক্য এসএমএস ডিজিটাল ইনস্টিটিউটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এএইচ টি ইমাম। আরো উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কেএম হাবিবুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন চ্যানেল আই ইমপ্রেস টেলিফ্লিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। উপস্থাপনায় ছিলেন অপু মাহফুজ।
অনুষ্ঠানে ৫ক্যাটাগরিতে ৫জন উদ্যোক্তাকে চ্যানেল আই-ঐক্য এসএমই এক্সেলেন্স এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, সফল উদ্যোক্তা বেলাল হোসেন, হাবিবুর রহমান জুয়েল, কোহিনুর ইয়াসমিন, রম্ননা বেগম ও শায়লা সাবরীন। উদ্বোধন শেষে এ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।