রাজশাহী সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ২নং ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড পর্যায়ে নিয়োজিত সকল কর্মচারীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের স্বপ্ন এ নগরীর উন্নয়ন। তাঁর সেই উদ্যোগকে বাস্তবায়ন করতে সকলকে একযোগে কাজ করতে হবে। নগরীর পরিচ্ছন্ন পরিবেশের আরও উন্নয়ন, গৃহীত পরিকল্পনা বাস্তবায়নসহ রাসিকের সকল কার্যক্রমে গতিশীলতা আনয়নে ওয়ার্ড পর্যায়ে নিয়োজিত কর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে। সভায় জানানো হয়, ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে এ সভা আয়োজন করা হচ্ছে। যা পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে পরিচালিত হবে।
২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের সভাপতিত্বে ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ও পরিচ্ছন্নতা কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ আলী উপস্থিত ছিলেন।