Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মার্চ ২০১৯

গণহত্যা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করলেন সিটি মেয়র


প্রকাশন তারিখ : 2019-03-25

ভয়াল ২৫শে মার্চ কালরাতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার সন্ধ্যায় নগরভবনের গ্রিনপস্নাজায় মোমবাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করেন তিনি।

          জানা গেছে, ভয়াল ২৫শে মার্চ কালরাতে শহীদদের স্মরণে নগরভবনজুড়ে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব উদ্যাপন পরিষদ। সোমবার সন্ধ্যায় নগরভবনের গ্রিনপ্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এর উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন।

          এ সময় উৎসব উদ্যাপন পরিষদের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, সদস্য সচিব কবি আরিফুল হক কুমার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, প্রধান প্রকৌশলী আশরাফুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

           মোমবাতি প্রজ্জ্বলন শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব উদ্যাপন পরিষদ আয়োজিত  মুখোভিনয় মাইম প্রর্দশনীসহ বিভিন্ন অনুষ্ঠান দেখেন মেয়র খায়রুজ্জামান লিটন।

          উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পৃষ্ঠপোষকতায় দেশে এই প্রথম ১০ দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংষ্কৃতিক উৎসব নগরভবনের গ্রিনপ্লাজায় অনুষ্ঠিতর হচ্ছে। গত ১৭ মার্চ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে এই উৎসবের উদ্বোধন করা হয়। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে পর্দা নামবে এই বর্ণিল উৎসবের।