রাজশাহী সদর দলিল লেখক সমিতি হলরুমের উদ্বোধন এবং মৃত দলিল লেখকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সকালে সমিতির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় মৃত দলিল লেখকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেন মেয়র।
অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আগামী ১৯ মার্চ রাজশাহী আসছেন আইনমন্ত্রী। তিনি আসলে এখানে এই ভবনের পাশে আরেকটি বহুতল ভবনের প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।
মেয়র লিটন বলেন, আসুন আমরা সবাই মিলে রাজশাহীকে গড়ে তুলি। নিজেদের এবং আমাদের সন্তানদের জন্য বাসযোগ্য নগরী গড়ে তুলি। সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহবান জানাচ্ছি।
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা রেজিষ্টার আবুল কালাম আজাদ ও সদর সাব-রেজিষ্টার বসু প্রদীপ কুমার। এ সময় পুঠিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন, রাজশাহী এ্যাডভোকেট বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ জাকাতুল্লাহ।
এরআগে ফলক উন্মোচন ও ফিতা কেটে হলরুমের উদ্বোধন করেন মেয়র খায়রম্নজ্জামান লিটন।