রাজশাহী মহানগরীর উন্নয়ন পরিকল্পনা বাসত্মবায়নের লক্ষ্যে নেসকো, ওয়াসা ও বিটিসিএলের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার বিকেলে নগরভবনে সরিৎ দপ্ত গুপ্ত সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে আয়োজিত সভায় মহানগরীর উন্নয়নে সকল উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর চলমান উনণয়ন প্রকল্প বিষয়ে বিসত্মারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, সচিব রেজাউল করিম, নেসকোর নির্বাহী পরিচালক (কারিগরী) এ এইচএম কামাল, ওয়াসার ডিএমডি একেএম আমিরুল ইসলাম, বিটিসিএলের চীফ জেনারেল ম্যানেজার মোঃ জিয়াউল করিম, ডিজিএম (মেট্রো) মোঃ আব্দুল মান্নান, রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক, রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, নেসকোর ব্যবস্থাপক (বাণিজ্যিক) আবু মুত্তালিব, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মখলেসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিরিন ইয়াসমিন, রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রম্নল বাশার, নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী মোঃ মোয়াজ্জেম হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান, বিউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ নিজামুল হক সরকার, সহকারী প্রকৌশলী সাইয়্যিদুল মুরসালীন, ওয়াসার সহকারী প্রকৌশলী সোহেল রানা অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।