Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ফেব্রুয়ারি ২০১৯

রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব বিভাগের হিসাব রক্ষক মোঃ রফিকুল হক সেন্টু এর শেষ দিবস ও অডিটর এস এম গোলাম মোস্তফার বিদায়ত্তোর সংবর্ধনা প্রদান


প্রকাশন তারিখ : 2019-02-03

রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব বিভাগের হিসাব রক্ষক মোঃ রফিকুল হক সেন্টু এর শেষ দিবস ও অডিটর এস এম গোলাম মোস্তফার বিদায়ত্তোর সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিকেলে নগর ভবন সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে হিসাব বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, বিদায় শব্দটি বেদনার। চাকুরী শেষে প্রত্যেককেই এটি গ্রহণ করতে হয়। তাদের কর্মজীবনের অনেক স্মৃতি অনেক কষ্ট বিজড়িত আন্তরিকতা মনে নিয়েই বিদায় নিতে হচ্ছে। এটি একটি চিরচরিত নিয়ম। এটি মেনে নিতে হয়। তিনি বলেন, নাগরিক সেবার এ প্রতিষ্ঠানটিতে জনগণের কল্যাণে যারা অসামান্য অবদান রেখেছেন আগামীতে নগরীর উন্নয়নে তাদের সম্পৃক্ত করার সুযোগ রয়েছে। যোগ্যতা সম্পন্নদের পরামর্শক হিসেবে কাজ করার সুযোগ সৃষ্টি করা হবে। মেয়র বলেন, দেশী-বিদেশী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহযোগীতায় এ শহরটিকে মেগা সিটি রম্নপে গড়ে তুলতে চাই। সকল বাধা অতিক্রম করে এ মেয়াদেই সকলের আন্তরিকতা ও সহযোগীতায় বাসযোগ্য সুন্দর পরিচ্ছন্ন রাজশাহীকে দক্ষিণ এশিয়ার সেরা নগরী রূপে পরিণত করতে চাই।

রাসিকের কর্মকতা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা মোসাঃ শাহানা আখতার জাহান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নিজামুল হোদা, মোঃ রফিকুল হক সেন্টু ও এস এম গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে মেয়র মোঃ রফিকুল হক সেন্টু ও এস এম গোলাম মোস্তফার হাতে বিভিন্ন  উপহার সামগ্রী তুলে দেন। এছাড়াও অন্যান্য শাখার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-৩ মোসাঃ তাহেরা বেগম মিলি, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মুসলিমা বেগম বেলী, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম, , নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন রিটুসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।