Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ এপ্রিল ২০২৪

তীব্র তাপদাহে চলমান পরিস্থিতিতে রাসিকের উদ্যোগে ১০টি স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প, স্যালাইন ও পানি সরবরাহ কেন্দ্রের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2024-04-27
তীব্র তাপদাহে চলমান পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশে রাজশাহী মহানগরীর ১০টি স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প, স্যালাইন ও পানি সরবরাহ কেন্দ্রে সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার রাজশাহী রেলওয়ে স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় রাসিকের শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা স্থায়ী কমিটির সভাপতি ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।  
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যে ১০টি পয়েন্টে স্বাস্থ্যসেবা ক্যাম্প, স্যালাইন ও পানি সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো: আদালত চত্বর, সিএন্ডবি মোড়, সাহেব বাজার, রানীবাজার, নিউমার্কেট, কামারুজ্জামান চত্বর, স্টেশন/টার্মিনাল, আমচত্বর, ভদ্রা মোড়, বিনোদপুর মোড়।