পরিস্কার-পরিচ্ছন্ন রাজশাহী মহানগরী গড়ার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ২৪নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ওয়ার্ড পর্যায়ে নিয়োজিত সকল কর্মচারীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
সভায় বক্তারা বলেন, পরিস্কার-পরিচ্ছন্ন, ঝকঝকে-তকতকে মহানগরী গড়তে সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বতর্মান পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীরা। পরিচ্ছন্নতার ব্যাপারে জনসাধারণকে আরো সচেতন হতে হবে। কারণ সবার সহযোগিতা ছাড়া স্বপ্নের পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব না। আসুন আমরা সবাই মিলে পরিচ্ছন্ন রাজশাহী গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে কাজ করি।
২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ও পরিচ্ছন্নতা কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ আলী। এরআগে গতকাল মহানগরীর ২৩ নং ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্বে করেন ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী।
উল্লেখ্য, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে লক্ষ্যে ধারাবাহিকভাবে এ সভা অনুষ্ঠিত ওয়ার্ড পর্যায়ে হচ্ছে।