রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, তোমাদের ভালো চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হতে হবে। এমনকি শুধু চিকিৎসা সেবা নয়, রাজনীতিসহ অন্যান্য ক্ষেত্রে যারা আছে, তাদেরও দায়িত্ব মানুষের সেবা করা।
রাতে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এমবিবিএস-৫৪ ব্যাচের র্যাগ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রামেক ইর্ন্টানি চিকিৎসক পরিষদের উপদেষ্টা ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্না বলেন, চিকিৎসকদের ধর্মই হচ্ছে মানুষের সেবা করা। তরুণ চিকিৎসকের সব সময় দুস্থ-অসহায় মানুষের পাশে থাকতে হবে। তাদের সেবা করতে হবে।
রামেক ইর্ন্টানি চিকিৎসক পরিষদ সভাপতি ও রামেক ছাত্রলীগ সভাপতি ডা. মোমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী বিএমএ সভাপতি ডা. এবি সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান, অধ্যক্ষ অধ্যাপক নওশাদ আলী, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ প্রমুখ। সঞ্চলনায় ছিলেন রামেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সালেহ আনজুম সুজন।
উল্লেখ্য, জমকালো আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজর এমবিবিএস-৫৪ ব্যাচের র্যাগ ডে পালিত হয়। সন্ধ্যায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।