রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগর ভবন সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মতবিনিময়কালে মেয়র বলেন, জনগণের সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। একটি পরিবারের ন্যায় এখানে সকল কর্মকর্তা-কর্মচারীরা দিনের বেশীর ভাগ সময় অতিবাহিত করেন। গতিশীল নেতৃত্বের কারনে নগরীর উন্নয়নে ব্যাপক কাজ হয়ে থাকে। একই ভাবে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় না থাকার কারনে উন্নয়ন কার্যক্রম ব্যহত হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদগুলোকে নানাবিধ উন্নয়ন কার্যক্রম পরিচালিত করতে হয়। তিনি বলেন, দেশের ১১টি সিটি কর্পোরেশনের মধ্যে প্রাচীন এই সিটি কর্পোরেশনের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস। নানা চড়াই উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠানটি আজ সিটি কর্পোরেশনে রূপ লাভ করেছে। নাগরিক সুবিধা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আয়ের নতুন নতুন খাত সৃষ্টি ও অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করতে প্রয়োজনীয় উদ্দ্যোগ গ্রহণ করতে হবে। যার যা কাজ সেই দায়িত্ব পালন করতে হবে। যোগ্য কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করা হবে। কর্মচারীদের কাজের গতি সঞ্চার করতে দ্রুত প্রমোশনের ব্যবস্থা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করতে নির্দেশনা প্রদান করেন তিনি। জনসেবার পবিত্র দায়িত্ব মনে করে সকলকে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। নিজেদের পেশাগত দায়িত্বপালনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানটিকে দক্ষ জনবলের প্রতিষ্ঠান রূপে উপস্থাপনের আহবান জানান মেয়র। সভায় হিসাব বিভাগের সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপন করা হয়।
মতবিনিময়কালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযিম, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোসাঃ শাহানা আখতার জাহান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নিজামুল হোদা, হিসাব রক্ষক মোঃ রফিকুল হক সেন্টুসহ হিসাব শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।