দেশের সব মানুষকে আপন মনে করে বাংলাদেশের কল্যানে সবাইকে কাজ করার আহবান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সকালে নগরী নানকিং দরবার হলে বিসিএস ক্যাডার অফিসার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এ আহবান জানান মেয়র। রাজশাহী ডিভিশনাল ক্যারিয়ার ফোরাম এসব অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। জনগণ যাতে তাদের কাছে যেতে স্বাচ্ছন্দবোধ করেন। খারাপ আচরণ করলে তারা মনে কষ্ট পায়। দেশের সব মানুষকে আপন মনে করে বাংলাদেশের কল্যানে সবাইকে কাজ করতে হবে।
মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করছি। অনেক মেগা প্রকল্পের কাজ চলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই পথে আমরা এগিয়ে চলেছি।
রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সাইদুর রহমান খান, বগুড়া জেলা যুগ্ম জজ শাহাদৎ হোসেন, বাংলাদেশ সচিবালয়ের কেবিনেট ডিভিশনের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন রাজশাহী ডিভিশনাল ক্যারিয়ার ফোরামের আহবায়ক ও রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
অনুষ্ঠানে ৩৭তম বিসিএস এ চূড়ামত্মভাবে উর্ত্তীণ হওয়া ক্যাডারদের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। শেষে মেয়র খায়রুজ্জামান লিটনসহ অন্যান্য অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।