Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd এপ্রিল ২০১৯

সোনাদীঘি মার্কেটের ব্যবসায়ীদের বৈধভাবে স্থায়ী জায়গা দেয়া হবে সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন


প্রকাশন তারিখ : 2019-04-02

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আইন অনুয়াযী সোনাদীঘি মার্কেটের ব্যবসায়ীদের সিটি সেন্টারে পুর্নবাসন করা হবে। আমরা সোনাদীঘি মার্কেটের ব্যবসায়ীদের বৈধভাবে স্থায়ী জায়গা করে দিতে চাই। যাতে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারে। কখনো কেউ যাতে তাদের তুলে দিতে না পারে। 

মঙ্গলবার রাত আটটায় নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে সোনাদীঘি মার্কেট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, আমরা ব্যবসায়ীদের কোনো ক্ষতি করতে চাই না। সবাই মিলে রাজশাহীর উন্নয়ন করতে চাই।

তিনি আরো বলেন, সিটি সেন্টারের নির্মাণ কাজ শেষ হলে সব মিলে চমৎকার স্থাপনা হবে। মধ্যশহরের ঘিঞ্জি অবস্থা দূর হবে। 

          প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পালসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।