Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ এপ্রিল ২০১৯

নগরীতে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে দুইটি মডেল মসজিদঃ সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন


প্রকাশন তারিখ : 2019-04-30

‘মহানগরীতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে দুইটি মডেল মসজিদের নির্মাণ হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রাধিকার প্রকল্পের বিবেচনায় নগরীতে এই দুইটি মডেল মসজিদ হতে যাচ্ছে।’

সন্ধ্যায় মহানগরীর মেহেরচন্ডী মধ্যপাড়া জামে মসজিদের সামনে মসজিদ কমিটি ও স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এসব কথা বলেন।

মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, অত্যাধুনিক মডেল মসজিদ হবে দৃষ্টিনন্দন স্থাপনা। দূরদূরান্ত থেকে এখানে মানুষ নামাজ পড়তে আসবে। রাজশাহীতে দুইটি মডেল মসজিদ হবে, তার মধ্যে একটি মেহেরচন্ডী মধ্যপাড়া মসজিদের জায়গায় করা যেতে পারে। এখানে পর্যাপ্ত জায়গা আছে। মধ্যশহরে না করে এইপাশে মসজিদটি করা হলে এই এলাকার চেহারায় পাল্টে যাবে। এখানে একটি মডেল মসজিদ নির্মাণের ব্যাপারে ঢাকায় দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলবো।

মতবিনিময় সভায় বক্তব্য দেন মসজিদ কমিটির আহবায়ক হায়দার আলী। মতবিনিময় শুরুর আগে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে মসজিদ কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরআগে মেহেরচন্ডী স্কুলের মোড়ে একটি বটগাছ রোপন করেন মেয়র খায়রুজ্জামান লিটন।