লিভলিহুডস ইমপ্রুভমেন্ট অব আরবান পোর কমিউনিটিজ প্রজেক্ট (এলআইইউপিসিপি) ওয়ার্কসপ টু ডেভলপ সিএইচডিএফ ইনস্টিটিউশনাল ডেভলপমেন্ট স্ট্র্যাটিজি এর দুইদিন ব্যাপী কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সকালে নগরভবন সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় মেয়র বলেন, বর্তমান প্রধানমন্ত্রী
নারীদের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করে কাজ করে যাচ্ছেন। এর ফলে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নিজেরা উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করে আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন। স্বাবলম্বী হয়ে পারিবারিক উন্নয়নে ভূমিকা রাখছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা আগামীদিনে গ্রামগুলোকে শহরে ন্যায় রূপায়ন করা হবে। নগরীর পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণসহ ছিন্নমূল মানুষের জীবনমান উন্নয়ন হাউজিং প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সিডিসি টাউন ফেডারেশনের চেয়ারম্যান আয়েশা আক্তার রুমার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন, ইউএনডিপি ও ওয়াল্ড ব্যাংকের ল্যান্ড ট্রেইনার এন্ড হাউজিং কনসালটেন্ট কেএ জয়ারত্না, আরবান প্লানিং এন্ড গভর্নেন্স কো-অর্ডিনেটর কামরুজ্জামান পলাশ, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রাসিকের নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার। কর্মশালায় রাজশাহী সিটি কর্পোরেশন এবং সিরাজগঞ্জ পৌরসভার সিএইচডিএফ ও ফেডারেশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।