রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে পাইলট প্রোগ্রামেটিক পাটর্নারশীপ (পিপিপি) প্রকল্পের জেলা পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হোটেল রয়েল রাজ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
অনুষ্ঠানে বক্তব্যে বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, রাজশাহীর হিটওয়েভ নিয়ে নগরীর স্লাম এরিয়ায় বসবাসরত নাগরিকদের জীবনমান উন্নয়নে জার্মান রেডক্রস ও ডেনিস রেডক্রসের সহযোগিতায় পিপিপি প্রকল্পটি নগরীর ৪,১৬,১৯,২৪,২৮ নং ওয়ার্ডে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে অংশগ্রহণ, মানবিক বিপর্যয়, স্বাস্থ্য সংকটময় মুহুর্তে দুর্যোগ পূর্বাভাস প্রদান, প্রস্তুতি গ্রহণ, প্রতিরোধ, সাড়া প্রদান এবং পুর্নবাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচেছ। প্রকল্পের এ কার্যক্রম বাস্তবায়ন করাই প্রকল্প কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, সিটি কর্পোরেশন সহ সকল সংস্থার সহযোগিতায় যে কোন দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে জানান তিনি। স্কুল পর্যায়ে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় স্বেচ্ছাসেবী দল গঠন করে তাঁদের সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অগ্নি সংযোগসহ যে কোন দূর্ঘটনারোধে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ওয়াসার পানির সঞ্চালনা ব্যবস্থা জিআইএস ম্যাপে অন্তর্ভূক্তির বিষয়টি বিবেচনার প্রতি গুরুত্বারোপ করা হয়। জলাবদ্ধতা রোধ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, ইউথ লিডারসীপ, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, জলাশয় সংরক্ষণ, বৃক্ষরোপণ, তীব্র তাপদাহ ঘূর্ণিঝড় প্রতিরোধ করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রকল্পের মেয়াদকালে আগামীর কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ম্যানেজিং বোর্ড মেম্বার কার্য নির্বাহী সদস্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, রাসিকের সচিব মোবারক হোসেন, সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক।
প্রকল্পের ফিল্ড অফিসার আবু মোহাম্মদ জুবায়েরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রেডক্রিসেন্টের মির্জা শামীম আহসান, রেডক্রিসেন্টের পিপিপি প্রকল্প ডাঃ শাহনেয়াজ রশিদ সাব্বির, আবু মোঃ জুবায়ের, সাজেদুর রহমান।