Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জানুয়ারি ২০১৯

মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2019-01-09

মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরভবনে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তরকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে মশক নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রামের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্রাশ প্রোগ্রামে নগরীর প্রতিটি ওয়ার্ডের ঝোপ ঝাড়, জঙ্গল কর্তন, ড্রেন পরিস্কার, সকল পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও নগরীর গলি রাস্তার আবর্জনা অপসারণে হুইল ব্যারো ব্যবহারের সিদ্ধান্ত গৃহিত হয়।

কমিটির সভাপতি রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, কমিটির সদস্য ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, কমিটির সদস্য ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) ও মশক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।