Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ এপ্রিল ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে পরিচ্ছন্নতার বিশেষ অভিযানের সমাপ্তি কার্যক্রম পরিদর্শন করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু


প্রকাশন তারিখ : 2019-04-13

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে পরিচ্ছন্নতার বিশেষ অভিযানের সমাপ্তি কার্যক্রম পরিদর্শন করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশে গত শনিবার থেকে সপ্তাহব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযান চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন হল ও ভবনের ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়। গত সাত দিনে এসব আবর্জনা পূর্বপাড়া সুইমিং পুল, পশ্চিমপাড়া রোকেয়া হলের পেছনে জমাকৃত সকল আবর্জনা আজ সকালে অপসারণ করা হয়।  এ অভিযানে ১শ জন শ্রমিক কাজ করে।

এ সময় ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং মোঃ সাজ্জাদ আলী, মশক সুপারভাইজার মোঃ সানাউলস্নাহ উপস্থিত  ছিলেন।