রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে তাঁর দপ্তর কক্ষে অনুষ্ঠিত সভায় মহানগরীর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয় সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
মতবিনিময় সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বজলুর রহমান, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা বেগম মিলি, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, আরডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. দেওয়ান মোঃ শাহরিয়ার ফিরোজ, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন, সচিব মোঃ রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, আরডিএর অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ, এস্টেট অফিসার মোঃ বদরুজ্জামান উপস্থিত ছিলেন।