বকেয়া পৌরকর আদায়ে অস্থায়ী আদায় ক্যাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। ওয়ার্ড পর্যায়ে হোল্ডিং মালিকগণকে পৌরকর পরিশোধে উদ্বুদ্ধ করতে রাসিকের এই উদ্যোগ। এরই অংশ হিসেবে আগামী ০৯ হতে ১১ইং ডিসেম্বর ২০১৮ তারিখে ওয়ার্ড নং-০১; ওয়ার্ড নং-০২; ওয়ার্ড নং-১৬; ওয়ার্ড নং-১৭; ওয়ার্ড নং-২৬; ওয়ার্ড নং-৩০ এ অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালিত করা হবে।
রাজশাহী সিটি কর্পোরেশন এর অধিক্ষেত্রে যে সব হোল্ডিং মালিকগণ এখনও পৌরকর পরিশোধ করেননি তাদের সাথে যোগাযোগ করে বকেয়া পৌরকর আদায় এবং সকল নাগরিকগণকে পৌরকর পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে কর্তৃপক্ষ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ০৯ হতে ১১ইং ডিসেম্বর ২০১৮ (রবিবার, সোমবার, মঙ্গলবার) ওয়ার্ড নং-০১; ওয়ার্ড নং-০২; ওয়ার্ড নং-১৬; ওয়ার্ড নং-১৭; ওয়ার্ড নং-২৬; ওয়ার্ড নং-৩০ এ অস্থায়ী আদায় ক্যাম্প স্থাপন করা হবে। নাগরিকগণ সকাল ৯:৩০ টা হতে বিকাল ৩:৩০ টা পর্যমত্ম বিধি অনুসারে প্রাপ্ত সুযোগসহ পৌরকর পরিশোধ করতে পারবেন। সংশিস্নষ্ট ওয়ার্ডের হোল্ডিং মালিকগণকে ওয়ার্ড কার্যালয়ে বকেয়া পৌরকর পরিশোধ করতে অনুরোধ জানানো হয়েছে।