রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রম্নজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ প্রতিদিন তার নামের মতো বিশ্বের বাংলা ভাষাভাষীদের হৃদয় জয় করে নিয়েছে। আগামীতে এ সাফল্য ধওে রেখে সংবাদপত্রটি বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে দেশের প্রধান মুখপাত্র হিসেবে কাজ করবে।
শুক্রবার বেলা ১১টায় রাজশাহী নগরীর চিলিস চাইনিজ রেস্টুরেন্টে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র খায়রম্নজ্জামান লিটন আরো বলেন, বাংলাদেশ প্রতিদিন যেমন সমাজের নানা ইতিবাচক খবর তুলে ধরে, তেমনি কোনো অন্যায় দেখলে সমালোচনাও করে। এ কারণেই সংবাদপত্রটি এতো পাঠক প্রিয়তা পেয়েছে।
জানা গেছে, আনন্দঘন পরিবেশ ও আড্ডার মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার সকালে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদকে ফুলেল শুভেচ্ছা জানান মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র খায়রম্নজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তরম্নণ সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শামত্মনু, ঋত্মিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, বিএফইউজের সহ-সভাপতি মামুন-অর-রশিদ, সদস্য জাবীদ অপু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবীব অপু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানসহ বিভিন্ন গণমাধ্যম, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।