রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরভবনে পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তরকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে বিভিন্ন পরিকল্পনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, আগামী ১ এপ্রিল হতে ওয়ার্ড পর্যায়ে নাগরিক সচেতনতা সৃষ্টিতে প্রতিটি হোল্ডিং এ পরিচ্ছন্নতা বিষয়ক স্টিকার লাগানো হবে। এছাড়া প্রতিটি মসজিদে পরিচ্ছন্নতা বিষয়ক ব্যানার প্রদান করা হবে। পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে প্রতিটি ওয়ার্ড কার্যালয়ের স্টাফদের নিয়ে পৃথক সভা আয়োজনের সিদ্ধামত্ম গৃহীত হয়। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ কমিটির সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। মশক নিয়ন্ত্রণে গৃহীত কর্মসূচির ভাল ফলাফলের আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় আরো জানানো হয় ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্ন কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নে আরও ১শ ৫০টি রিক্সা গারবেজ ভ্যান ও ১শ টি হুইল ব্যারো ক্রয়ের বিষয়ে আলোচনা ও সিদ্ধামত্ম গৃহীত হয়।
সভায় বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার উপস্থিত ছিলেন।