রাজশাহীতে চতুর্থ ওমেরা মাস্টার্স ক্রিকেট কার্নিভাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। দুপুর ১২টায় শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে খেলা দেখতে যান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
জানা গেছে, শুক্রবার সকলে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ওমেরা মাস্টার্স ক্রিকেট কার্নিভাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সকালে গতবারের চ্যাম্পিয়ান ফাইটার রাজশাহী ও রাজশাহী বুলস্ মুখোমুখী হয়। একই মাঠে বেলা ১২টায় মুখোমুখি হয় বরেন্দ্র হিরোজ ও কিংস ইলেভেন সিল্কসিটি। শুক্রবার দুপুরে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে যান মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি ফাইটার রাজশাহী ও রাজশাহী বুলস্ এর খেলা দেখেন। এরপর বরেন্দ্র হিরোজ ও কিংস ইলেভেন সিল্কসিটি মধ্যকার খেলার টস করেন মেয়র। এরপর খেলা অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দেও সাথে সঙ্গে ফটোসেশনে অংশ নেন মেয়র।
এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে একই টুর্নামেন্টের অপর ম্যাচ সকাল ৮টায় পদ্মা ওয়ারিয়ার্স ও নর্থদান টাইটান এবং ১২টা রাজশাহী চ্যালেঞ্জার ও ব্লেজিং বরেন্দ্র টিমের মধ্যকার খেলা রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।