Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ এপ্রিল ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে বিশেষ অভিযান অব্যাহত


প্রকাশন তারিখ : 2019-04-08

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে গত শনিবার এ কার্যক্রম শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলবে। আজ ২য় দিন রবিবার রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর নেতৃত্বে  রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া, পূর্বপাড়া শেরে বাংলা হল, শহীদ জিয়া হল, সোহরাওয়ার্দী হলের ভেতর ড্রেন, ঝোপ-ঝাড়, আবর্জনা স্ত্তপ, পরিস্কার-পরিচ্ছন্ন করছে রাসিকের পরিচ্ছন্ন কর্মীরা। এছাড়া মশা বিস্তারের সকল জায়গাগুলো ধ্বংস করা হচ্ছে। এ অভিযানে ১শ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। অভিযানকালে রাসিকের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম পিন্টু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।