রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫ দিনব্যাপী হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ-২০১৯ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুরে নগরভবনের বঙ্গবন্ধু কর্ণার সংলগ্ন চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা নাগরিকদের কাছ থেকে রাজস্ব পেলে সিটি কর্পোরেশন ভালোভাবে সেবা প্রদান করবে পারবে। আমি সকল নাগরিকদের কর পরিশোধের আহবান জানাচ্ছি।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে রাজশাহী। বিগত সময়ে বায়ুদূষণ রোধে বিশ্বে প্রথম হয়েছিল রাজশাহী। আসুন নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করি, বদলে দেই রাজশাহী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ.এফ.এম আঞ্জুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চুসহ অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এরআগে সকালে হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ উদ্যাপন উপলক্ষে নগরভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মহিলা কলেজের সামনে দিয়ে মনিচত্বর হয়ে সাহেব বাজার হয়ে নিউমার্কেট, শহীদ এ,এইচ.এম কামারুজ্জামান চত্বর ঘুরে পুনরায় নগরভবনে এসে শেষ হয়।
অন্যদিকে হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ উদ্যাপন উপলক্ষে নগরভবন প্রাঙ্গনে মেলার আয়োজন করা হয়েছে। সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে আগামী ১৭ থেকে ২৯ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হোল্ডিং ট্যাক্স আদায় ক্যাম্প পরিচালিত হবে। ১৬ থেকে ২৩ এপ্রিল মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘‘নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করবো, পরিকল্পিত নগর গড়ব’’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।