উইমেন এন্টারপ্রিনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) রাজশাহীর ১৪তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে নগরভবন গ্রীণ প্লাজায় মাসব্যাপী শীতবস্ত্র, সিল্ক, হস্ত ও কুটির শিল্প মেলা-২০১৮ এ মেলার উদ্বোধন করা হয়েছ। সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রম্নজ্জামান লিটন বেলুন ফেস্টুন উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, আগামী দুই বছরের মধ্যে রাজশাহীকে সকল ক্ষেত্রে এগিয়ে নিতে চাই। বিনামূল্যে নারীদের গার্মেন্টস বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহীতে গার্মেন্টস শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্মাণাধীন ভবনগুলোতে সহজশর্তে জায়গা বরাদ্দ দেয়া হবে। যেন তারা স্বাবলম্বী হয়ে পরিবার তথা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারেন।
তিনি বলেন, আমার পিতা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করে ছিলেন রাজশাহীর রেশম শিল্প কারখানা, জুট মিল, সুগার মিল ও টেক্সটাইল মিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে।
ওয়েব রাজশাহী শাখার সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোঃ আনোয়ার হোসেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন, সচিব মোঃ রেজাউল করিম, জাতীয় মহিলা সংস্থা রাজশাহীর চেয়ারম্যান মর্জিনা পারভীন, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মোঃ লিয়াকত আলী, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ দুলাল শেখ ও সাধারণ সম্পাদক আজমেরী আহাম্মদ মামুন, মহানগরীর গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্টলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মেয়র মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।