রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বিকেলে ৫টায় নগরভবনে মেয়র কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিল্পায়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। এ সময় সহযোগিতার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, আমি জেনেছি রাজশাহী শিক্ষা নগরী। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ এখানকার অনেক শিক্ষার্থী আমেরিকায় পড়াশোনা করে। সেখানে তারা ভালো করছে। রাজশাহী ও আমেরিকা যৌথভাবে শিক্ষা ক্ষেত্রে পারষ্পারিক বিনিময়ের সুযোগ রয়েছে।
আর্ল রবার্ট মিলার বলেন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণেও ভালো ভুমিকা পালন করছে।
সাক্ষাৎকালে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী কৃষিপ্রধান অঞ্চল। এখানে বিপুল পরিমান সবজি, আলু, টমোটো ও আমসহ বিভিন্ন পণ্য উৎপাদন হয়। এসব উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বাইরে দেশে রপ্তানি করা যাবে।
মেয়র খায়রুজ্জামান লিটন, প্রথমবার মেয়রের দায়িত্বে থাকাকালে রাজশাহীর উন্নয়নে অনেক কাজ করেছিলাম। বায়ুদূষণরোধে ইতোমধ্যে রাজশাহী বিশে^র এক নম্বর শহরের স্বীকৃতি পেয়েছে। ৫ বছর বিরতির পর আবারো দ্বিতীয়বার সুযোগ পেয়েছি। আগামীতে রাজশাহীকে আরো বেশি ক্লিন, গ্রিনসিটি গড়ে তুলতে চাই।
মেয়র লিটন আরো বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রায় আট লাখ নারী জড়িত। নারীর ক্ষমতায়নের এটি একটি অন্যতম উদাহরণ।
এ সময় রাজশাহী সফরে আসায় মার্কিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান মেয়র খায়রুজ্জামান লিটন।
আলোচনায় শেষে মার্কিন রাষ্ট্রদূতকে নগরীতে প্রবেশ ও থাকার অনুমতির প্রতীকি চাবি উপহার দেন মেয়র খায়রুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন প্রমুখ।
বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত: মেয়র খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রাজশাহী সিটি কর্পোরেশন নগরভবনের বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন তাঁকে বঙ্গবন্ধু কর্ণার ঘুরে দেখান। পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূতকে দুইটি বই উপহার দেন মেয়র।