মহানগরীর ১৯নং ওয়ার্ড ছোটবনগ্রাম নিবাসী রাজশাহী সিটি কর্পোরেশনের নিরাপত্তা প্রহরী বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার এক শোক বার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সমন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
এদিকে আজ জোহর নগরীর সাহেব বাজার বড় মসজিদে সাইফুল ইসলামের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজ শেষে বড় মসজিদ প্রাঙ্গনে মরহুম সাইফুল ইসলামকে গার্ড অব অর্নার প্রদান করে পুলিশের একটি চৌকস দল। এ সময় জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরআগে মরদেহে সিটি মেয়র খায়রুজ্জামান লিটন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
উল্লেখ্য, রোববার রাতে সাহেববাজার কাঁচাবাজার এলাকায় কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন সাইফুল ইসলাম। তাৎক্ষণিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।